Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তাকে সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী


২ মে ২০১৯ ১৬:২১

ঢাকা: ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘ভোক্তা সচেতনতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজ করে যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাকে সচেতন করে তোলা হচ্ছে। ভোক্তা সচেতন হলে ঠকার সম্ভাবনা থাকে না।’

বৃহস্পতিবার (২ মে) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত বিশ্ব ভোক্তা দিবস এর আলাচনা সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার ২০০৯ সালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করেছে। ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে কমিটি গঠন করা হয়েছে। আগের চেয়ে এখন ভোক্তা অনেকটা সচেতন হয়েছে। ভোক্তা অধিকার আদায়ে এগিয়ে এলে কাজটি সহজ হয়। তাই আমরা প্রচেষ্টা চালাচ্ছি ভোক্তাকে সচেতন করে তোলার জন্য।

বিশ্বভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

ভোক্তা অধিকার সংরক্ষণ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর