Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাত মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার


২ মে ২০১৯ ১৬:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকা থেকে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। মোহাম্মদ রাজীব (২৮) নামে এই যুবক সাত মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের সময় রাজীবের কাছে একটি এলজি ও দুই রাউন্ড র্কাতুজ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মে) ভোরে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের রাস্তা থেকে রাজীবকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

বিজ্ঞাপন

ওসি প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, রাজীবের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক ও ছিনতাইয়ের অভিযোগে সাতটি মামলা আছে। এলাকায় বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলশী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি প্রনব চৌধুরী।

রাজীব নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার মৃত মোহাম্মদ সেলিমের ছেলে।

সারাবাংলা/আরডি/এনএইচ

আসামি গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর