Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক রফতানিতে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব


২ মে ২০১৯ ২১:৩৩

ঢাকা: দেশের তৈরি পোশাক রফতানিতে আগামী ৩ বছরের জন্য ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে খাতটির ক্ষেত্রে জ্বালানি মূল্য নির্ধারণে ৫ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ মে) বিকালে রাজধানীর মতিঝিলের ডিসিসিআই ভবনে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন’ শীর্ষক এক সভায় এসব প্রস্তাব দেওয়া হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর।

প্রস্তাবে ডিসিসিআই সভাপতি বলেন, ‘তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়নে খাতটির প্রচলিত ও অপ্রচলিত পণ্য রফতানিতে নগদ ৫ শতাংশ প্রণোদনা দেওয়া যেতে পারে। খাতটির উন্নয়নে এতে নিয়োজিত কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নে বাড়াতে হবে আরও বিনিয়োগ।’

প্রবন্ধ উপস্থাপনকালে ডিসিসিআই সভাপতি জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি, কমপ্লায়েন্স সম্পর্কিত ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বজারে পোশাকের মূল্য কমে যাওয়া এবং খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ক্রেতার ক্রমাগত চাপে বৈশ্বিক বাজার হারানোর শঙ্কা রয়েছে। কমপ্লায়েন্সের মান নিশ্চিত করতে না পারার কারণে গত ৪ বছরে প্রায় ১২০০ কারখানা বন্ধ হয়ে গেছে। অথচ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের দাম খুবই কম।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে দেশের তৈরি পোশাক খাতে সুনির্দিষ্ট সময়ের জন্য প্রণোদনা থাকা একান্ত আবশ্যক। কেবল অসম প্রতিযোগিতার কারণে দেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে যথাযথ দাম পাচ্ছে না। ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে উপযুক্ত মূল্য পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে।’

বিজিএমইএ সভাপতি রুবানা হক

বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘তৈরি পোশাক খাতের উন্নয়নে বাজেট হতে হবে রফতানিবান্ধব। খাতটির সংস্কার খুব সহজ নয়। এর টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। বিশ্ব বাজারে আমরা ইমেজ সংকটে ভুগছি। এক্ষেত্রে দেশী ও আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা জরুরি।’

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন- ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বেনজীর আহমেদ, বিজেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ, পরিচালক মীরান আলী, ইনামুল হক খান, মোহাম্মদ আব্দুল মোমেন, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/এমও

ডিসিসিআই পোশাক কারখানা পোশাক শিল্প


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর