Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে পান চাষীকে কুপিয়ে হত্যা


৩ মে ২০১৯ ০১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রামে নুর ইসলাম ওরফে বুড়ো (৩২) নামের এক পান চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর ইসলাম পারদখলপুর গ্রামের আকবর আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেলের মাঠে পান বরজে নুর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত নুর ইসলাম ওরফে বুড়ো পান চাষের পাশাপাশি চায়ের দোকানদারীও করতো। সে বৃহস্পতিবার বিকেলে তার নিজের পান বরজে কাজের জন্য যায়। এরপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে পুর্ব শত্রুতা বা পান চুরি দেখে ফেলায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস

ঝিনাইদহ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর