Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণীর প্রভাবে যাত্রীশূন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল


৩ মে ২০১৯ ১২:৩৪ | আপডেট: ৩ মে ২০১৯ ১২:৫৪

ফাইল ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সদরঘাটসহ সারাদেশের নদী বন্দরগুলো। এর ফলে ফাঁকা হয়ে গেছে দেশের প্রধান নদী বন্দর এলাকা সদরঘাট। তালা দিয়ে রাখা হয়েছে পন্টুন, নেই লঞ্চের জন্য ভিড় করা যাত্রীরাও।

শুক্রবার (৩ মে) সকালে সদরঘাট নৌ-বন্দর একদম ফাঁকা দেখা গেছে। কোনো লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়নি এবং আসেনি। গতকাল দুপুর থেকে এই অবস্থা চলছে।

এদিকে লঞ্চে যেতে না পেরে সড়ক পথে ভিড় করছেন যাত্রীরা। সায়েদাবাদ কমলাপুর মহাখালী বাসস্ট্যান্ডে উত্তর ও দক্ষিণ বঙ্গের যাত্রীদের ভিড় দেখা গেছে।

ঘূর্ণিঝড় ফণীর সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। গতকাল বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২টা থেকে এই নির্দেশ কার্যকর করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোথাও সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে না এবং নৌ-রুটগুলোতে নৌযান চলবে না।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী। ভারতের পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের যশোর-কুষ্টিয়ার দিকে প্রথম আঘাত হানবে ফণী। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হতে থাকবে।

সারাবাংলা/এসএ/এমআই

ঘূর্ণিঝড় ফণী সদরঘাট সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর