Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় বসানো হয়েছে দ্বিতীয় স্প্যান


২৮ জানুয়ারি ২০১৮ ১০:৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

শরীয়তপুর :

পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে দ্বিতীয় স্প্যান। রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা পয়েন্টে স্প্যানটি বসানো হয়েছে। স্প্যানটির দৈর্ঘ্য ১৫০ মিটার। সেতুতে এরকম আরো ৪১টি স্প্যান বসানো হবে।

এর আগে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় স্প্যান বসানোর কথা ছিল। কিন্তু নদীতে নাব্যতা কম থাকায় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেষ্টা করেও স্প্যান বহনকারী ক্রেনটি পিলারে কাছে আসতে পারেনি। তবে, দীর্ঘ সময়ের নানা প্রচেষ্টার পর অবশেষে স্প্যানটি আজ বসানো হলো।

প্রায় দুসপ্তাহ ধরেই চেষ্টা চলছিল দ্বিতীয় স্প্যানটি বসানোর। নদীতে বিভিন্ন অংশে ক্রেন ও ভারি যন্ত্রাংশ নিয়ে কাজ করার কারণে স্প্যান বহনকারী ক্রেনটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছাতে সময় লাগে। এ ছাড়াও নদীতে কুয়াশাও ছিল একটি বড় কারণ। এবারের ক্রেনটি বসানোর জন্য নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় নদীর ওই স্থানে ড্রেজিং করা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) এই স্প্যানটি তুলে নিয়ে পিলারের দিকে রওনা দেয় ক্রেনটি। প্রায় সপ্তাহখানেক পানিতে ভেসে থাকার পর স্প্যানটি পিলারে বসানো সম্ভব হলো।

১৫০ মিটারের স্প্যানটির ওজন ৩ হাজার ২‘শ টন। যা বহন করা হয়েছে ৩ হাজার ৭‘শ টন ওজনের ভাসমান ক্রেনে।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর