Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত নয়, বেলা ৩টা থেকেই বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর


৩ মে ২০১৯ ১২:৩৮

সাইক্লোন ‘ফণী’র সতর্কতায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হতে যাচ্ছে কলকাতা বিমানবন্দর। প্রাথমিকভাবে শুক্রবার (৩ মে) রাত ৯.৩০ থেকে শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বিমানবন্দরে সকল বিমান উঠা-নামা বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় বেলা ৩টা থেকেই বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার (২ মে) বলেন, কলকাতায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে ‘ফণী’র। জীবনহানি যাতে না ঘটে সেজন্য সব রকমের সতর্কতা নেওয়া হয়েছে। তবে অযথা আতঙ্ক না ছাড়াতে সবার প্রতি অনুরোধ রইলো।

ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও জানায়, সাইক্লোন ফণীর কারণে উড়িষ্যার ভুবেনশ্বর বিমান বন্দরেরও বিমান চলাচলও বন্ধ থাকবে শুক্রবারে।

উল্লেখ্য, শুক্রবার উড়িষ্যায় স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ১৪২ কিলোমিটার গতিবেগ নিয়ে পুরি শহরে আঘাত হানে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।

পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘণ্টায় গড়ে সর্বোচ্চ ২০০ থেকে ২৪৫ কিলোমিটার গতিবেগ নিয়ে উড়িষ্যায় অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী।

স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ১৯৯৯ সালের পর ভারতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। শুক্রবার (৩ মে) দুপুর পর্যন্ত উড়িষ্যায় এর প্রভাব বজায় থাকবে। এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে। ধীরে ধীরে শক্তি হারিয়ে শনিবার (৪ মে) সকালের দিকে পশ্চিমবঙ্গে পৌঁছাবে।

এদিকে, উড়িষ্যার রাজ্য সরকার ইতোমধ্যে সেখান থেকে প্রায় ১১ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে।

স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘণ্টায় ২২ কিলোমিটার গতিবেগ নিয়ে পুরি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ফণী।

ধারণা করা হচ্ছে, পুরো শক্তি নিয়ে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে ঘণ্টায় গড়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার ও সর্বোচ্চ ১১৫ কিলোমিটার গতিবেগ নিয়ে শনিবার পশ্চিমবঙ্গে আঘাত হানবে ফণী।

একইদিন ঘণ্টায় গড়ে ৬০-৭০ কিলোমিটার ও সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

সারাবাংলা/আরএ

ঘূর্ণিঝড় ফণী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর