Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু


৩ মে ২০১৯ ১৮:১৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পৃথক এলাকায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) জেলার মিঠামাইন, ইটনা ও পাকুন্দিয়ায় উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মিঠামাইন উপজেলার কুড়ারকান্দি গ্রামের সুমন মিয়া (৭), বিরামচর গ্রামের এবাদ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২), ইটনা উপজেলার কাঠুইর গ্রামের রাকেশ দাসের ছেলে রুবেল দাস (২৬), পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া (৪৫), চরআলগি গ্রামের মজিবুর রহমান ও নুরুন্নাহার।।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মিঠামইনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সুমন মিয়া মারা যায়। এ সময় তার গরুটিও বজ্রপাতে মৃত্যু হয়। একই সময় হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে মহিউদ্দিন প্রাণ হারান।

অন্যদিকে ইটনায় কৃষি কাজ শেষে হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রুবেল দাস মারা যায়।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পাকুন্দিয়ায় বজ্রপাতে আসাদ মিয়া (৪৫) নামে এক কৃষক মারা যান। শুক্রবার দুপুরে বাড়ির সামনের জমিতে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর