Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতি দিয়ে চাঁদাবাজি: হাতি গেল চিড়িয়াখানায়, মাহুত কারাগারে


৩ মে ২০১৯ ১৮:২১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে হাতি দিয়ে চাঁদা তোলার সময় আটক দুই মাহুতকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে হাতি দু’টিকে মিরপুর চিড়িয়াখানায় হাস্তান্তর করা হয়।

শুক্রবার (৩ মে) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে তারা হাতি দিয়ে চাঁদাবাজি করে আসছিল। ব্যবসায়ীরা অভিযোগ করে আসছিলেন। আজ হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। চাঁদাবাজ দুজনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

র‌্যাব-২ এর সিপিসি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, হাতি দু’টিকে জিম্মায় নিয়ে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এদিন আমদানি ও বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর এবং জাটকা ইলিশ বিক্রির অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/ইউজে/এটি

হাতি দিয়ে চাঁদাবাজি