ঢাকা: মতিঝিল-সাভার রুটে এলো লাল-সবুজ নামে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) নতুন বাস। মতিঝিল থেকে গুলিস্তান, ফার্মগেট হয়ে সাভার পর্যন্ত মোট ২০টি বাস চলাচল করবে।
শুক্রবার (৩ মে) দুপুরে হেমায়েতপুর মোল্লা ফিলিং স্টেশনের সামনে ব্যক্তি মালিকানাধীন এই নতুন সার্ভিসের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাসটির সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা। সাভার থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত ৫০ টাকা, সাভার থেকে কারওয়ান বাজার ১০০ টাকা, সাভার থেকে মতিঝিল পর্যন্ত ১৫০ টাকা ভাড়া ঠিক করেছে কোম্পানিটি। সাভার রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুরে এর কাউন্টার চালু হয়েছে। পরবর্তীতে গেন্ডা ও ব্যাংক টাউনে কাউন্টার হবে।
সংশ্লিষ্টরা আরও জানান, কিছুদিন পর ‘লাল সবুজ’ সাভারের বাইপাইল থেকে ঢাকার চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে।
বর্তমানে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটে ‘গ্রীন ঢাকা’ নামে এবং রাজধানীর গুলশান এলাকায় ‘ঢাকা চাকা’ নামে একই মালিকানাধীন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলছে।
বেসরকারি এই বাস কোম্পানি মালিক মন্টু মিয়ার সঙ্গে যৌথভাবে আরও ১৫ থেকে ২০ জন যুক্ত রয়েছেন।
ভাড়া নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. মশিউর রহমান সারাবাংলাকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া এখনো বিআরটিএ নির্ধারণ করে না। ভবিষ্যতে বিষয়টি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগরে এসি বাস এখনো কমন না। যে বাসগুলো চলছে, সেগুলোর ভাড়া মালিকরা নির্ধারণ করেন। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বা সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন, সে ক্ষেত্রে বিআরটিএ বিষয়টি বিবেচনা করবে।
সারাবাংলা/এসএ/এটি