ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৮
৩ মে ২০১৯ ২৩:২৪
প্রবল সাইক্লোন ফণী’র আঘাতে ভারতের উড়িষ্যায় অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে পুরিতে ৩ জন এবং ভুবনেশ্বরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের মৃত্যু হয় নয়াগাঁ ও কেন্দ্রাপাড়াতে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ এসব তথ্য জানায়।
এর আগে স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল সাড়ে আটটার দিকে ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতিবেগ নিয়ে উড়িষ্যার পুরি শহরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এসময় কখনো কখনো ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০০ থেকে ২৪৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
ফণী’র আঘাতে উড়িষ্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এসব নিরূপণ করতে ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেখান থেকে পূর্ব-সতর্কতা হিসেবে প্রায় ৮ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
এদিকে উড়িষ্যায় তাণ্ডব চালানোর পর সাইক্লোন ফণী’র গতিপথ এখন পশ্চিমবঙ্গে। ইতোমধ্যে ফণীর প্রভাবে কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বন্ধ রয়েছে কলকাতা বিমানবন্দর। শনিবার (৪ মে) ভোর কিংবা সকালে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে এটি পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে।
সাইক্লোন ফণীতে প্রাণহানি এড়াতে পার্শ্ববর্তী বাংলাদেশেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সর্বশেষ পর্যবেক্ষণে জানা যায়, শনিবার দুপুরের দিকে অপেক্ষাকৃত অনেকটা দুর্বল হয়েই সাতক্ষীরা-নড়াইল এলাকা প্রবেশ করতে পারে সাইক্লোন ফণী।
সারাবাংলা/ এনএইচ
আরও পড়ুন- ফণীর ছোবলে ঝুঁকিতে বাংলাদেশ, বইছে ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাসের শঙ্কা
আরও পড়ুন- সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর