ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জনজীবন : ছবিতে ‘ফণী’
৪ মে ২০১৯ ০৫:০৩
ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার ওপর দিয়ে বয়ে গেছে প্রবল সাইক্লোন ‘ফণী’। স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল সাড়ে আট’টার দিকে ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতিবেগ নিয়ে উড়িষ্যার পুরি শহরে আঘাত হানে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ভারতে ঘূর্ণিঝড় ফণী প্রাণ নিয়েছে ৮ জনের। এছাড়া, ঘূর্ণিঝড়েরর কারণে অন্ধ্রপ্রদেশে ও উড়িষ্যায় ঘরবাড়ি এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে অন্তত ১০ লাখ মানুষকে। এদিকে ফণী পশ্চিমবঙ্গে আঘাত হেনে অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে।
সারাবাংলা/ এনএইচ