Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নোয়াখালীতে ১ শিশুর মৃত্যু


৪ মে ২০১৯ ০৭:৫৬ | আপডেট: ৪ মে ২০১৯ ১০:২০

নোয়াখালী: নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচরে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রায় অর্ধ-শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘর-চাপায় ইসমাইল হোসেন নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম আব্দুল মান্নান।

শুক্রবার (৩ মে) দিনগত রাতে এই ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক তন্ময় দাস এ কথা নিশ্চিত করেছেন।

এছাড়া, ঘূর্ণিঝড়ের কারণে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. হামিদুল হক জানিয়েছেন, এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপকূলীয় জেলা থেকে ঘূর্ণিঝড়ে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় ফণী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। শনিবার (৪ মে) সকালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফণীর প্রভাবে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সারাবাংলা/জেএ/এনএইচ

ঘূর্ণিঝড় ফণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর