Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যু


৪ মে ২০১৯ ০৯:০৩ | আপডেট: ৪ মে ২০১৯ ১৪:৪২

বরগুনা: বরগুনার পাথরঘাটায় প্রচণ্ড ঝোড়ো বাতাসে কাঠের ঘর ধসে পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, নুরজাহান বেগম (৬০) ও নাতি জাহিদুর (৯)।

উপজেলা চেয়ারম্যান জানান, মধ্য রাতের পর পাথরঘাটায় প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামে ঝড়ে গাছ উপড়ে ঘরের উপর পরে। এতে ঘর বিদ্ধস্ত হয়ে নিচে চাপা পরে নূরজাহান বেগম ও তার নাতি জাহিদুল ইসলাম মারা যায়।

সারাবাংলা/এমএইচ

ঘূর্ণিঝড় ফণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর