Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানওয়ে থেকে পিছলে নদীতে পড়ল যাত্রীবাহী বিমান


৪ মে ২০১৯ ১০:৩৪

১৩৬ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে পিছলে নদীতে গিয়ে পড়েছে বোয়িং ৭৩৭ এর একটি বাণিজ্যিক বিমান। ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে সেন্ট জন নদীতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

বিমানটি গুয়ানতানামো বে নেভাল স্টেশন থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে জ্যাকসনভিলের বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রানওয়ের শেষ মাথায় নদীতে গিয়ে নামে।

জ্যাকসনভিলে শহরের মেয়র লেনি কারি এক টুইটার বার্তায় জানিয়েছে, বিমানটির যাত্রীরা সবাই নিরাপদে আছেন। বিমানটির কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে বিমানটির কর্মীরা জেট ফুয়েল যেন নদীর পানিতে ছড়িয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করছেন।

দুইজন চিত্রগ্রাহকের তোলা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেও নদীর পানিতে অক্ষত অবস্থায় মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের বিমানটিকে ভাসতে দেখা যায়।

দুর্ঘটনার কারণ বা বিস্তারিত জানতে মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের কারো সঙ্গে কথা বলতে পারেনি গণমাধ্যমগুলো। তবে বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর এক মুখপাত্র জানিয়েছেন, কিভাবে ঘটনাটি ঘটলো তা তদন্ত করে দেখতে কাজ শুরু করেছেন তারা।

সারাবাংলা/এসএমএন

জ্যাকসনভিলে বোয়িং-৭৩৭ মিয়ামি এয়ার ইন্টারন্যাশনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর