ঘূর্ণিঝড় ফণী: বেশ কিছু ফ্লাইটের শিডিউল পরিবর্তন
৪ মে ২০১৯ ১১:০৪
ঢাকা: ঘূর্ণিঝড় ফণী এখন বাংলাদেশ অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তবে, এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে বিমানের বেশকিছু ফ্লাইট বাতিল ও রিশিডিউল করা হয়েছে। বৈরি আবহওয়ার কারণে কলকাতা বিমানবন্দর আগেই বন্ধ ঘোষণা করায় সেসব ফ্লাইট বাতিল করা হয়েছিল।
নভোএয়ার, ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইটে পরিবর্তন আনা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ শনিবার (৪ মে) সকালে সারাবাংলাকে জানান, আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায় বিমানের ঢাকা-চট্টগ্রামের দুপুর সাড়ে ১২টার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে, শনিবার কলকাতা বিমানবন্দর খুলে দেওয়ায় ঢাকা-কলকাতার সকাল ৭টা ৫০ মিনিটের ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিলে করা হয়েছে।
আরও পড়ুন: এখনো বন্ধ নৌপথ, রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক
অন্যদিকে, ইউএস বাংলার এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, তাদের শনিবারের ঢাকা কোলকাতার সকাল সাড়ে ৯টার ফ্লাইটটি পরিবর্তন করে বিকেল ৫টা ৪০ মিনিটে করা হয়েছে। আর ঢাকা-যশোরের সকাল সাড়ে ৭টার ফ্লাইটটি সকাল ১০টায় আনা হয়েছে।
তবে, নভোএয়ারের ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোরের আজকের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া, এর আগে কোলকাতা বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণায় ঢাকা-কোলকাতা ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে, কলকাতা বিমানবন্দর বন্ধ থাকায় শনিবার সকালে ঢাকা থেকে সেখানকার ফ্লাইট বাতিল করেছে রিজেন্ট এয়ারওয়েজও।
এর আগে গতকাল (৩ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত না নেয়া হলেও দেশের সবগুলো বিমানবন্দর সতর্ক অবস্থানে রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে।
সারাবাংলা/জেএ/এসআর/জেএএম