Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন কেলেঙ্কারিরতে শীর্ষ রিপাবলিক সদস্যের পদত্যাগ


২৮ জানুয়ারি ২০১৮ ১২:০৫

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সদস্য স্টিভ ওয়েন যৌন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি রিপাবলিকান জাতীয় কমিটির (আরএনসি) ফাইন্যান্স বিভাগের প্রধান ছিলেন। খবর বিবিসি।

ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ৭৬ বছর বয়সী ওই কাসিনো মোঘল এক ম্যাসাজ থেরাপিস্ট ও তার অধীনস্থ এক কর্মচারীকে হয়রানি করেছে।

তবে স্টিভ ওয়েন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিষয়টিকে “ভ্রান্ত” গল্প বলে উল্লেখ করেছেন।

আরএনসির চেয়ার রোনা ম্যাকড্যানিয়েল ওয়েনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে যুক্তরাষ্ট্রে মিডিয়াকে নিশ্চিত করেছেন।

ওয়েন এ অপবাদের জন্য তার সাবেক স্ত্রীকে দায়ী করেছেন। তার ওই স্ত্রীর সাথে বর্তমানে একটি মামলা চলছে ওয়েনের।

‘এসকল অভিযোগে আমার সাবেক স্ত্রী এলিয়ানা ওয়েন উস্কানিতে হয়েছে। তার সাথে আদালতে ভয়ংকর ও নোংরা মামলা চলছে আমার।’ বলেন ওয়েন।

ওয়াল স্টিট জার্নাল জানিয়েছে, তারা প্রায় ডজনখানেক নারীর সাক্ষাতকার নিয়েছে যারা ওয়েনের সাথে কাজ করেছে। তারা সবাই ওয়েনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে। অপরদিকে এক নারী দাবি করেছেন, ওয়েন তাকে সাড়ে সাত মিলিয়ন ডলার দিয়েছে মুখবন্ধ রাখার জন্য।

এদিকে ওয়েনের ব্যাপারে নীরব থাকার কারণে রিপাবলিককে তীব্র সমালোচনা করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি।

স্টিভ ওয়েন রিপাবলিকান পার্টির একজন বড় দাতা ও তহবিল সংগ্রহকারী।

 

সারাবাংলা/এসআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর