বরিশালে ৯ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, নদী এখনো উত্তাল
৪ মে ২০১৯ ১৭:২১
বরিশাল: ঘূর্ণিঝড় ফণী বরিশাল অতিক্রম করে গেছে। তবে এখনো এর প্রভাব রয়ে গেছে। এ কারণে বরিশালে থেমে থেমে বৃষ্টিপাতসহ ৩০-৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। ফণীর প্রভাবে নদী উত্তাল থাকায় বরিশালের সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন জেলা প্রশাসক অজিয়ার রহমান। তিনি জানান, ফণীর তাণ্ডবে জেলার ১০ উপজেলায় ৯ হাজার হেক্টর ফসলি জমি, এক হাজার ঘরবড়ি, গাছ, ৬৫ কিলোমিটার কাঁচা সড়ক ও ২০ মিটার পরিমান বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আব্দুল হালিম জানান, গত দুই দিনে বরিশালে ৮২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফণীর প্রভাবে বর্তমানে বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। রোববার (৫ মে) সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে।
শুক্রবার (২ মে) রাতে বরিশালের ৩ শতাধিক আশ্রয় কেন্দ্রে ৫০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন। ফণীর আতঙ্ক কেটে যাওয়ার পর তারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
বরিশাল নৌ বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা মো. রিয়াদ হোসেন বলে, ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল রয়েছে। এ অবস্থায় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি হলে সন্ধ্যায় কেবলমাত্র ঢাকা রুটে চলাচলকারী বড় লঞ্চগুলোর চলাচলে অনুমতি মিলতে পারে।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীতে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সারাবাংলা/এসএমএন