চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধের’ পর একজনের মরদেহ উদ্ধার
৫ মে ২০১৯ ০৮:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি ডাকাত বলে জানিয়েছে র্যাব।
শনিবার (৪ মে) গভীর রাতে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানান, ওই ব্যক্তি এলাকায় ‘বাহাদুর ডাকাত’ হিসেবে পরিচিত। সে সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ কথিত বড় ভাই নিহত
বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি নিয়ে সাগরপাড়ে জড়ো হওয়ার পর র্যাব সদস্যরা গ্রেফতার অভিযান চালাতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি মাশকুরের।
তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে একটি মরদেহের সঙ্গে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২৩ রাউন্ড গুলিও পাওয়া গেছে।
বাহাদুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে, খুন ও ডাকাতির অভিযোগে কমপক্ষে সাতটি মামলা আছে বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমএইচ