Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে নৌযান চলাচল শুরু


৫ মে ২০১৯ ১০:৩২ | আপডেট: ৫ মে ২০১৯ ১৭:৪২

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীর কারণে প্রায় তিন বন্ধ থাকার পর সারাদেশে ফের নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার (৫ মে) সকালে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে গত বৃহস্পতিবার (৩ মে) বেলা ১২টা থেকে ঘূর্ণিঝড় ফণীর সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনো নৌপথে যান চলবে না বলে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ফণীর প্রভাবে যাত্রীশূন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল

ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সূত্র এসব তথ্য জানিয়েছে।

রোববার সকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রাজধানীর সদরঘাট নৌবন্দর থেকে ৪১ টি রুটে আবার নৌযান চলাচল শুরু হয়। প্রায় তিন দিন পর প্রাণ ফিরে পায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য নদীবন্দরগুলো। তবে এর আগেই শনিবার (৪ মে) সন্ধ্যা থেকে সারাদেশে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন,  ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় কেন্দ্রীয় কার্যলয়ের নির্দেশে ২ মে থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছিল। আজ (রোববার) সকাল ছয়টা থেকে ফের লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলছে।

সারাবাংলা/এসএ/এসএমএন

ঘূর্ণিঝড় ফণী নৌযান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর