Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচনে হেরে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে মে’র তোড়জোড়


৫ মে ২০১৯ ১৫:০৩

স্থানীয় নির্বাচনে নজিরবীহিন হারের পর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট বিষয়ক চুক্তি চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। নিজেদের মধ্যকার দ্বিমত একপাশে রেখে একটি ক্রস-পার্টি চুক্তি করতে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

গত বৃহস্পতিবার (২ মে) ব্রিটেনে অনুষ্ঠিত হয় স্থানীয় নির্বাচন। নির্বাচনে হাজারের বেশি আসন হারায় মে নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। সবমিলিয়ে ১৩৩৪ জন কাউন্সিলর হারিয়েছে দলটি। অন্যদিকে এই নির্বাচনে লেবার পার্টির আসন জেতার কথা থাকলেও, তারা হেরেছে ৮২ আসন।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতা ও বিভ্রান্তির কারণেই এমনটা হয়েছে। এমতাবস্থায় জনগণের আস্থা ফিরে পেতে দ্রুত ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে চান মে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ব্রেক্সিট কার্যকরের তারিখ ২৯ মে থাকলেও বর্তমান সরকারের প্রস্তাবিত চুক্তি তিন বার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ায় তেমনটা সম্ভব হয়নি। পরবর্তীতে ইইউ’র সঙ্গে আলোচনা করে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা এই বছরের ৩১ অক্টোবর পর্যন্ত পেছানো হয়। এদিকে, পার্লামেন্টে চুক্তি পাস করাতে বিরোধীদল লেবার পার্টির সঙ্গে মিলে একটি ক্রস-পার্টি চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছেন মে। বেশ কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো কোনো চুক্তিতে সম্মত হতে পারেননি তারা।

এমতাবস্থায় নির্বাচনে তিক্ত হারের পর লেবারের সমর্থন চাইছেন মে। রোববার দ্য ডেইলি মেইলে প্রকাশিত এক সম্পাদকীয়তে তিনি লিখেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে ভোটাররা কী বলতে চেয়েছে তা শুনুন।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার (৭ মে) ফের চুক্তি নিয়ে আলোচনায় বসবে লেবার ও কনজারভেটিভ পার্টি।

লেবারকে তিনটি ইস্যুতে ছাড় দেবেন মে

সানডে টাইমস অনুসারে, চুক্তি চূড়ান্ত করতে লেবারকে তিনটি ইস্যুতে ছাড় দেবেন মে- কাস্টমস, পণ্য শ্রেণীবিন্যাস ও শ্রমিক অধিকার।

পত্রিকাটি জানিয়েছে, ইইউ’র সঙ্গে সাময়িকভাবে কাস্টমস ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে পারে যুক্তরাজ্য। এই ইউনিয়ন অন্তর্ভুক্তি স্থায়ীত্ব হবে ২০২২ সালে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত।

উল্লেখ্য, মে’র সঙ্গে ব্রেক্সিট চুক্তিতে সম্মত হওয়ার ক্ষেত্রে করবিনের প্রথম ও প্রধান শর্ত ছিল ইইউ’র সঙ্গে কাস্টমস ইউনিয়নে যোগ দেওয়া। কিন্তু কট্টর ব্রেক্সিটপন্থিরা এই শর্ত মানতে নারাজ। তাদের দাবি, এমনটা হলে নিজেদের ইচ্ছেমতো ইইউ’র বাইরে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে না।

সারাবাংলা/আরএ

করবিন ব্রেক্সিট মে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর