Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ


৫ মে ২০১৯ ১৪:৩৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই বাংলাদেশির নাম হাবিল উদ্দিন (৪৫)। তিনি ওই উপজেলার চড়ই গেদী গ্রামের আইন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার (৫ মে) ভোরে ভারত থেকে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হাবিল। পথে ভারতের ১৭১ বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়েন তিনি।

বিজ্ঞাপন

তবে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাফিউন নবী জানান, বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেন নি। এ ব্যাপারে আটক ওই হাবিলের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

বাংলাদেশ-ভারত সীমান্ত বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর