তারেক-ফখরুলসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
৫ মে ২০১৯ ১৪:৪৪
ঢাকা: হত্যার হুমকি ও মারধরের অভিযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি গ্রহণ করেন। পরে তিনি বংশাল থানাকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাকি চার আসামি হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও পাঁচ জনকে মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ৩০ এপ্রিল সকাল ৭টায় খালেদা জিয়ার নামে দায়ের করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রামপুরা থেকে তাঁতীবাজার মোড়ে এসে নামে। ওব সময় পেছন দিক থেকে ৩/৪ জন বাদীর পাঞ্জাবি টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। তারা বাদীকে বলে, তোকে পেয়েছি আর ছাড়া যাবে না। কারণ তুই আমাদের মা ও আমাদের নেত্রী খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছিস। তোর একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় আমাদের মা মুক্তি পাচ্ছে না। তাই তোকে আজ খুন করব। আমাদের বিএনপির তারেক রহমানের নির্দেশে ঊর্ধ্বতন নেতাদের হুকুমে তোকে প্রস্তাব দিচ্ছি, একমাসের মধ্যে মামলা তুলে নিবি। আর তা না করলে তোর পরিণতি ভয়ংকর হবে।
এজাহারে আরও বলা হয়, আসামিরা বাদীকে হুমকি দিয়ে আরও বলেন, একমাসের জন্য তোকে মুক্ত করে দিলাম। যদি স্বেচ্ছায় মামলা তুলে না নিস, তাহলে তোকে মরতে হবে। তোর সরকারও তোকে আমাদের হাত থেকে আর বাঁচাতে পারবে না। তোকে নুসরাতের মতো জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারব। যদি বাঁচতে চাস, কথাটি মনে রাখিস। মামলা প্রত্যাহার না করলে তোকে এমনভাবে খুন করব যে পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না।
এজাহারে বাদী বলেন, এ কথা বলে দুর্বৃত্তরা তার মুজিব কোট খুলে নিয়ে যায় এবং বলে, তোর বাবার মার্কা মুজিব কোট খুলে নিয়ে গেলাম। শেখ মুজিবের জুলুমবাজ মুজিব কোট আর আমরা দেখতে চাই না। এই বলে আমার পকেটে থাকা ২২০০ টাকা ছিনিয়ে নিয়ে আমাকে বলে, কোনো চিল্লাফাল্লা করবি না। এদিক-ওদিক দেখবি না, সোজা আদালতের দিকে চলে যা। আর আমরা যা বলেছি এই শর্ত ভঙ্গ করবি না। না হলে তোকে জাহান্নামে যেতে হবে— এটা যেন মনে থাকে।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী রওশন আরা শিকদার ডেইজি। তিনি দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা জারির আবেদন জানান।
সারাবাংলা/এআই/টিআর
আদালতে মামলা জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী তারেক তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর