আমি চোখ বন্ধ করে থাকবো না: গণপূর্তমন্ত্রী
৫ মে ২০১৯ ১৮:৫৭
ঢাকা: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেছেন, ‘কাজ না করে কোটি কোটি টাকা নষ্ট করলে আমি চোখ বন্ধ করে থাকবো না। আর মেরামতের নামে অর্থ অপচয়ের অভিযোগ শুনতে চাই না।’ রোববার (৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘গণপূর্ত অধিদফতরের কাজের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সবাই সম্পৃক্ত। তাই আপনাদের কাজের পরিসর বাড়াতে হবে। বাড়াতে হবে গুণগত মানও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাত্র ১৩ মাসে বিশতলা ভবন পুরোপুরিভাবে সম্পন্ন করার কৃতিত্ব যারা নিতে পারেন, তাদের কেন ছোটখাটো বিষয়ে বদনামের বোঝা নিতে হবে।’
অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে আমি বিশ্বাস করি না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর থেকে কোথাও কাউকে বলিনি নিয়মের ব্যতয় ঘটিয়ে কাজ করেন। আমার মনে হয়েছে, আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করবো। তবে সেই জায়গাতে আমি হস্তক্ষেপ করি এবং করবো, যদি দৃশ্যমান হয় যে কাজটি হওয়া উচিত ছিলো, সেটি হয়নি।’
কর্মকর্তা-কর্মচারীদের কাজে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার বাজে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমি যতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছি, এই হস্তক্ষেপ যে যেখানে করবে সে সফল হতে পারবে না। আপনারা মাথা নোয়াবেন না। মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করবেন। সরকারের চেয়ে প্রভাবশালী দেশে কেউ না।’
গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন ও ড. মো. আফজাল হোসেন এবং গণপূর্ত অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
সারাবাংলা/এআই/এমও