Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি 


২৮ জানুয়ারি ২০১৮ ১৫:৫৬

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

সরকারি চাকরি শুরুর বয়স সীমা ৩৫ করার দাবিতে দেশের ৬৪টি জেলায় মানবন্ধন কর‌ছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দি‌নের মত এ কর্মসূচিতে অংশ নেন প্রায় হাজার খানেক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা সারাবাংলাকে বলেন, বতর্মান রাষ্ট্রপ‌তি মো. আবদুল হামিদ স্পিকার থাকার সময় ২০১২ সা‌লে জাতীয় সংস‌দে চাক‌রি‌তে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করেন। ছয় বছরেও তা বাস্তবা‌য়িত হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ ছিল তখন চাক‌রি‌ শুরুর বয়সসীমা ছিল ২৭ বছর। গড় আয়ু বেড়ে ৫০ হলে  তা বেড়ে হয় ৩০ বছর। কিন্তু এখন গড় আয়ু ৭২ বছর হ‌লেও চাক‌রি‌তে প্র‌বে‌শের বয়স অপরিবর্তিত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লা‌বে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সারারাংলা/এমএমএইচ/টিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর