হলি আর্টিজান মামলা: ২ জনের সাক্ষ্যগ্রহণ
৬ মে ২০১৯ ১৪:৪৬
ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় দুই জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৬ মে) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। একইসঙ্গে আগামী ১৩ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন বিচারক।
সাক্ষ্য নেওয়া দুইজন হলেন- মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার ৪৩২/এ এর বাড়ির মালিক মো. বিল্লাল হোসেন ওরফে দুলাল এবং মো. সোহরাব আলী। এই দু’জনসহ এ মামলায় এখন পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এ মামলার আসামিরা হলেন, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম।
মামলাটিতে ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে গত ২০১৮ সালের ২৯ আগস্ট পলাতক আসামি মো. শরিফুল ইসলাম ও মামুনুর রশিদের সম্পত্তি জব্দ এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
সারাবাংলা/এআই/জেডএফ