Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে র‌্যাবে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু


৭ মে ২০১৯ ০৮:৫৫

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ফিট রাস্তার পাশে (ডুমনীতে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। যদিও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

রোববার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ৩০০ ফিট ডুমনী এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদ পেয়ে ৩০০ ফিট এলাকায় মাদক উদ্ধারে যায় র‌্যাব-১ একটি দল। দলটি ডুমনীতে পৌঁছলে র‌্যাবকে লক্ষ করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এসময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে একজনকে পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া গোলাগুলির সময় দুইজন র‌্যাব সদস্য আহত হন বলেও জানানো হয়।

সারাবাংলা/ইউজে/এসএমএন

মাদক ব্যবসায়ীর মৃত্যু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর