তপ্ত দিনের কথা
৭ মে ২০১৯ ০৯:১৯
রাজধানীবাসী তো টের পাচ্ছেনই, তবু বলে যাই। মঙ্গলবার (৭ মে) কিন্তু ভালো গরম পরবে। উপগ্রহের হিসাব বলছে ঢাকার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, তবে তা শরীরে অনুভূত হচ্ছে ৪৭ ডিগ্রি।
যারা রোজা রেখেছেন তাদের জন্য নিঃসন্দেহে দিনটি কষ্টে কাটবে। তাই তাদের জন্য পরামর্শ থাকবে অযথা রোদে ঘোরাঘুরি না করতে। যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকুন। যদি কাজের প্রয়োজনে রোদে থাকতেই হয় তাহলে ছাতা ব্যবহার করুন। পাতলা সুতি কাপড় পরুন আর অবশ্যই মাঝে মাঝে হাত-মুখ ধুয়ে নিন। কিছুটা আরাম মিলবে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের টাঙ্গাইল, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে আর বিস্তার লাভ করবে।
এছাড়া একটি লঘুচাপের বর্ধিত অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশের উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। ফলে সিলেট বিভাগের দুই এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, থাকতে পারে বজ্রবৃষ্টিও। তবে দেশের অন্য স্থানের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকার কথা রয়েছে।
এমন গরমের দিনে সবাই সাবধানে থাকবেন, এটাই প্রত্যাশা।
সারাবাংলা/এসএমএন