Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ১০ মামলার আসামি গ্রেফতার


৭ মে ২০১৯ ১১:৪১

রাজবাড়ী: রাজবাড়ীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ১০ মামলার আসামি সাজাহান সাজুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

সোমবার (৬ মে) দিবাগত রাতে জেলা সদরের পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে সাজুকে গ্রেফতার করা হয়। তিনি জেলা সদরের বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া সারাবাংলাকে বলেন, সাজু একজন পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচার আইনেসহ ১০টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।

সাজুর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক ও অস্ত্র আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

ইয়াবা উদ্ধার গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর