Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো


২৮ জানুয়ারি ২০১৮ ১৭:২৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার:  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। আজ রোববার দুপুর সোয়া ১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে।

বিকাল ৩ টায় তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের পৌঁছান। এসময় বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশুর সাথে আলাপ করেন তিনি। তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শুনেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসছেন ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদোসহ একাধিক মন্ত্রী।

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রেসিডেন্ট। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণাথী বিষয়ক হাই কমিশন, আন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম‘র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএম

ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট রোহিঙ্গা শরণার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর