খাদ্যে ভেজাল মেশালে ঈদের দিনও জেলে কাটাতে হবে: সাঈদ খোকন
৭ মে ২০১৯ ১৮:১২
ঢাকা: রমজানে ইফতার ও সেহরির খাবারে ভেজাল মেশালে ব্যবসায়ীদের কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘যদি খাদ্যে ভেজাল পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিকে শুধু জরিমানা নয়, সেই সঙ্গে ঈদের দিনও তাকে জেলে কাটাতে হবে।’
মঙ্গলবার (৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর চকবাজার এলাকায় ইফতার সামগ্রীতে ভেজালবিরোধী অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘রমজান ঘিরে আমাদের নানাবিধ উদ্যোগের মধ্যে ইফতার ও সেহরির খাবার যাতে মানসম্মত থাকে সেটি নিশ্চিত করা অন্যতম। এটি নিশ্চিতে ডিএসসিসির ৫টি টিম একযোগে আজ থেকে কাজ শুরু করেছে। যাতে ইফতার এবং সেহরির খাদ্যে বাসি, ভেজাল এবং ফরমালিন না থাকে সেটি নিশ্চিত করা যায়।’
ভেজালবিরোধী টিমের সঙ্গে অন্যান্য সংস্থা যেমন পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই কর্তৃপক্ষ কাজ করবে জানিয়ে মেয়র খোকন বলেন, ‘তারা বাজার মনিটর করবে। কোথাও যাতে খাদ্যে ভেজাল না থেকে সেটি নিশ্চিত করবে। পচা ও বাসি খাবার খেয়ে রোজাদার ও নগরবাসী যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য ডিএসসিসি শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহন করেছে।’
সেই সঙ্গে যারা মানসম্মত খাদ্য বিক্রয় করবে তাদেরকে ডিএসসিসি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। এরপর মেয়র চকবাজারের বিভিন্ন ইফতার বাজার পরিদর্শন করেন।
সারাবাংলা/এসএইচ/এমও