Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৪


৭ মে ২০১৯ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: প্রাইভেটকারে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় এক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ প্রাইভেটকারটিও জব্দ করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ।

পুলিশের দাবি, সোমবার (৬ মে) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট বারৈয়ারঢালা এলাকায় ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানাযায়, নিরাপদে ইয়াবা পাচারের কৌশল হিসেবে এবং গ্রেফতার এড়াতে মাদক বিক্রেতারা ওই টেলিভিশন চ্যানেলের স্টিকার গাড়িতে ব্যবহার করেছিল।

বিজ্ঞাপন

ওই গাড়ি থেকে আটক হওয়া চারজন হল- চালক মো. মুরাদ (২০), মো. নাজিম (৩৬), মোসলেহ উদ্দিন (৩৫) ও মো. সায়েম (২৮)।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম থেকে ঢাকাগামী প্রাইভেট কারটিতে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। এসময় সংকেত না মেনে গাড়িটি দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে বারৈয়ারঢালা এলাকার হাক্কানি পেট্রোল পাম্পের সামনে থেকে গাড়িটি আটক করা হয়। সেখানে সিটের নিচ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করা হয়।

ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘আটক হওয়া চারজন প্রথমে গাড়িটির মালিক গাজী টেলিভিশনের ব্যুরো চিফ অনিন্দ্য টিটু বলে পরিচয় দেয়। কিন্তু উনার নম্বর চাইলে তারা কেউ দিতে পারেনি। আমরা সাংবাদিক অনিন্দ্য টিটুর সঙ্গে যোগাযোগ করি। তিনি গাজী টেলিভিশনের কোনো প্রাইভেট কার নেই বলে জানান। এরপর আমরা চারজনকে আবারও জিজ্ঞাসাবাদ করি। তখন তারা স্বীকার করে যে, পুলিশ যাতে তল্লাশি না করে সেজন্য টেলিভিশনের স্টিকার লাগানো হয়েছে।’

বিজ্ঞাপন

গাড়ির মালিকের পরিচয় জানতে চাইলে ওসি বলেন, ‘গাড়ির মালিকের পরিচয় উদঘাটনের জন্য আমরা কাজ করছি। কিছু তথ্য পেয়েছি। গাড়ির মালিককে গ্রেফতার এবং তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বিস্তারিত তথ্য দিতে পারছি না।’

তবে পুলিশ ও বিআরটিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জনৈক মো. সলিমুল্লাহর নামে প্রাইভেট কারটি নিবন্ধিত আছে।

ওসি দেলোয়ার সারাবাংলাকে আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনদিন আগে গাড়িটির মালিকানা ও চালক বদল হয়েছে। আগের চালক গাজী টিভির স্টিকার লাগিয়েছিলেন। তাকে পেলে আরও তথ্য পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত এই গাড়ির সঙ্গে আমরা গাজী টিভিসংশ্লিষ্ট কারও কোনো ধরনের সম্পৃক্ততা পাইনি।’

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা সারাবাংলাকে বলেন, ‘গাড়ির প্রকৃত মালিক কে, তাদের কেউ স্টিকার সরবরাহ করেছে কি-না অথবা তারা নিজেরাই স্টিকার প্রিন্ট করে গাড়িতে লাগিয়েছে কি-না আমরা খতিয়ে দেখছি।’

আটক চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গাজী টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান অনিন্দ্য টিটু জানান, চট্টগ্রামে গাজী টিভির নামে কোনো প্রাইভেট কার নেই। ইয়াবা পাচারকারীরা নিজেদের রক্ষা করতে গাড়ির মালিক হিসেবে তার নাম ব্যবহার করেছে।

অনিন্দ্য টিটু সারাবাংলাকে বলেন, ‘কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড গাজী টিভি কর্তৃপক্ষ এবং ব্যুরো প্রধান হিসেবে আমি সমর্থন করি না। এই মাদক পাচারকারী চক্রের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা আছে, সেটা খুঁজে বের করার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি। একইসঙ্গে গাজী টেলিভিশনের স্টিকার ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানানোর অনুরোধ করছি। আশা করি, পুলিশ দ্রুত গাড়ির প্রকৃত মালিকসহ দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় নেবে।’

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর