Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলার সময় বাড়লো আরো ৪ দিন


২৮ জানুয়ারি ২০১৮ ১৮:৪২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বেড়েছে আরও চারদিন। ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হবে আগামী ৪ ফেব্রুয়ারি। ব্যবসায়ীদের আবেদনের কারণে প্রায় প্রতি বছরের মতো এবারও এই সিদ্ধান্ত এসেছে।

বাণিজ্যমেলার আয়োজক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, মাসের প্রথম দিকে শৈত্যপ্রবাহে মেলায় লোক সমাগম কম হওয়ায় ব্যবসায়ীরা সময় বড়ানোর আবেদন জানায়। পরে বাণিজ্য মন্ত্রনালয়ে সেই আবেদন পাঠালে মন্ত্রণালয় ৪ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, মেলায় ৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছিল ব্যবসায়ীরা। তবে নানাদিক বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে ৪ দিন।

শেরেবাংলানগরের খোলা মাঠে এটি বাণিজ্যমেলার ২৩ তম আসর। এবারের মেলায় ৫৮৯ টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। প্রথমবারের মতো মেলায় রয়েছে ২ টি ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার, যেখানে গিয়ে দর্শনার্থীরা খুব সহজেই প্রতিটি স্টলের অবস্থান জানতে পারছে। বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, শিশু পার্কসহ এবারের মেলাটি করা হয়েছে দৃষ্টিনন্দন।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর