Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ইয়াবাসহ চাকরিচ্যুত কনস্টেবল আটক


৮ মে ২০১৯ ১২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর আরামবাগ এলাকা থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পুলিশের চাকুরিচ্যুত একজন কনস্টেবলকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ মে) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সিপিসি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

সিপিসি কমান্ডার বলেন, পুলিশের এই কনস্টেবল একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। এই ইয়াবার কারণেই তার চাকরি চলে যায়। এরপরেও সে এই ব্যবসা চালিয়ে আসছেন। এএসআই এর ইউনিফর্ম পরে বুধবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন তিনি। এর আগেও তিনি কক্সবাজার থেকে নিয়মিত ইয়াবা বহন করে ঢাকায় এনেছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা ২টায় র‌্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সারাবাংলা/ইউজে/এসএমএন

ইয়াবা কনস্টেবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর