Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান আইটি উইকে অংশ নিয়েছে বেসিস


৮ মে ২০১৯ ১৭:২৬

ঢাকা: এশিয়ায় তথ্য-প্রযুক্তি খাতের মিলনমেলা জাপান আইটি উইকে প্রতিবছরের মতো এবারও অংশ নিয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বুধবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার টোকিওতে শুরু হওয়া জাপান আইটি উইক চলবে ১০মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বেসিস। অংশ নিয়েছে মোট ৬২ সদস্যের প্রতিনিধিদল। পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-বাক্য এবং তথ্য-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

জাপান আইটি উইকে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম (এনডিসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, হাইটেক পার্ক কর্তৃপক্ষের যুগ্ম সচিব এস এম আজিজুল ইসলাম, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ, বেসিস জাপান ফোকাস গ্রুপের আহ্বায়ক রাশাদ কবিরসহ অনেকেই।

বেসিস থেকে এবার ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠান জাপান আইটি উইকে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা প্রদর্শন করবে। অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, ই-পার্ক আইটি, লিডসফট বাংলাদেশ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ইক্সোরা সল্যুশন লি., প্রাইডসিস আইটি লিমিটেড, ইরা-ইনফোটেক লিমিটেড, বিজেআইটি লিমিটেড, নেসেনিয়া লিমিটেড, ড্রিমার্জ ল্যাব লিমিটেড, মিডিয়া ৩৬৫ লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ই-জেনারেশন, বিজেডএম গ্রাফিক্স, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, সুবরা সিস্টেমস লিমিটেড, গ্রাহো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং ডাইনামিক সল্যুশনস ইনোভেটোরস।

বিজ্ঞাপন

এছাড়া, উইকে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান-পিএমএম্পায়ার লিমিটেড, পিক্সেলনেট টেকনোলজিস লিমিটেড, এআইজি ডিস্ট্রিবিউশনস অ্যান্ড কনসালটেন্সি, টিকন সিস্টেমস লিমিটেড, ডেটা গ্রিড লিমিটেড, ফ্লোরা সিস্টেমস লিমিটেড, ফ্রিডম সফট, আই সফটওয়্যার লিমিটেড, পল অ্যান্ড পল কনসালটেন্টস লিমিটেড এবং কমলিঙ্ক ইনফোটেক লিমিটেড।

এছাড়া, বেসিসের অংশিজন ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং কমনওয়েলথের যৌথ উদ্যোগে পরিচালিত শি-ট্রেডস প্রকল্পের অধীন অংশ নিচ্ছে পাঁচটি বেসিস সদস্য প্রতিষ্ঠান-ইউআই সিস্টেমস লিমিটেড, সিসটেক ডিজিটাল জাপান লিমিটেড, অপাস টেকনোলজি লিমিটেড, এলিগেন্ট টেকনোলজি লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বেসিস আইটি উইক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর