Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি’র শাটল ট্রেন লাইনচ্যুত, ৪ ঘণ্টা পরে স্বাভাবিক রেল যোগাযোগ


৮ মে ২০১৯ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: সাড়ে চার ঘণ্টা পরে সচল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন। বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস থেকে ছেড়ে আসা শহরগামী শাটল ট্রেনটি ষোলশহরের কাছে ফরেস্ট গেট এলাকায় লাইনচ্যুত হয়।

এই বিষয়ে জানতে চাইলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্রীড়াবিজ্ঞান বিভাগের ছাত্র জি এম মোস্তাক আহমেদ সারাবাংলাকে বলেন, আমি ছিলাম ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় বগিতে। ফরেস্ট গেট এলাকায় পৌঁছানোর পরে ট্রেনটি ধীরে চলতে শুরু করে। পরে জানতে পারি, কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

বিজ্ঞাপন

ষোলশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন সারাবাংলাকে বলেন, শাটল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিল। যে কারণে দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট, দৌহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ইঞ্জিনিয়ার এসে মেরামত করেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/সিসি/এটি

চবি শাটল ট্রেন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর