Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিলিত বাংলার স্বপ্ন দেখতেন রবীন্দ্রনাথ’


৮ মে ২০১৯ ২২:০৭ | আপডেট: ৮ মে ২০১৯ ২৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হিন্দু-মুসলমানের মিলনে রবীন্দ্রনাথ পরম আশাবাদী ছিলেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সব সময় মিলিত বাংলার স্বপ্ন দেখতেন। একটি মানবিক সমাজ গড়ার জন্য রবীন্দ্রনাথ ছিলেন সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও উগ্রজাতীয়তাবাদের বিপক্ষে।’

বুধবার (৮ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে রবীন্দ্রনাথের পাঠ জরুরি। তিনি যা কিছু লিখেছেন এ জাতির জন্যই লিখেছেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের যা কিছু ভালো এ দুইয়ের সম্মিলনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হবে। যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থ ভূমিকা রাখে, সে রকম পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেবে শিক্ষা মন্ত্রণালয়।’ এছাড়া তিনি বলেন, ‘যান্ত্রিক ও প্রাণহীন শিক্ষার বদলে আনন্দময় শিক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

আনিসুজ্জান বলেন, ‘রবীন্দ্রনাথ একই সঙ্গে বাঙগালী, ভারতীয় ও বিশ্ব নাগরিক। তিনি প্রথম দিকে জাতীয়বাদের সমর্থক হলেও পরে তিনি বিশ্ববাদের সমর্থক হয়ে যান। রবীন্দ্রনাথের মানবিক বিশ্বে সকলের অধিকার রয়েছে।’

অধ্যাপক সনজিদা খাতুন বলেন, ‘রবীন্দ্রনাথের মানবিকতাবোধের কারণে তার প্রতি আমাদের বিশেষ আকর্ষণ। তিনি দেখিয়েছেন যে প্রেম সবার উপর। এই প্রেম মানবিকতার প্রেম। প্রানের প্রেম।’

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ স্বারক বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক সনজীদা খাতুন।

সারাবাংলা/টিএস/এমআই

দীপু মনি মিলিত বাংলার স্বপ্ন দেখতেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলমান