Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি রেজিস্ট্রেশনের নামে জনদুর্ভোগ, খতিয়ে দেখার নির্দেশ


৮ মে ২০১৯ ২২:২৫

ঢাকা: সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা-বিক্রেতাকে। সরকারি ফির বাইরে বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও দীর্ঘদিনের। এছাড়া বিভিন্ন কাগজপত্রাদির নাম করেও মানুষকে হয়রানি করা হয়।

অহেতুক এসব জনভোগান্তি সৃষ্টির অভিযোগ এসেছে সংসদীয় কমিটিতেও। বুধবার (৮ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

এছাড়া কারা এই জনভোগান্তি সৃষ্টি করছে তাদের শনাক্ত করে মন্ত্রণালয়কে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে দেশের জনগণের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশন, ভূমি রেজিস্ট্রেশনের ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটি রেজিস্ট্রেশন ফি কীভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তি বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে।

একইসঙ্গে জনদূর্ভোগ লাঘবে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, জনদূর্ভোগের জন্য কারা জড়িত এবং কীভাবে তাদের হাত থেকে জনগণকে সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে কমিটির পরবর্তি বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি আগামী বৈঠকে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং ভূমি সচিবের উপস্থিতিতে ল্যান্ড সার্ভে আপিল চ্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা করা এবং অনতিবিলম্বে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করারও সুপারিশ করে।

বিজ্ঞাপন

কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শেখ ফজলে নুর তাপস, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং আবদুস সাত্তার ভূঁইঞা।

এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

কমিটির সদস্য বেগম সাহারা খাতুন খতিয়ে দেখার নির্দেশ বুধবার ভূমি রেজিস্ট্রেশন ভূমি রেজিস্ট্রেশনের নামে জনদুর্ভোগ ভোগান্তি মো. আব্দুল মজিদ খান মো. শামসুল হক টুকু শামীম হায়দার পাটোয়ারী শেখ ফজলে নুর তাপস সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর