Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু


৯ মে ২০১৯ ১০:৫৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের বালির দিয়ার গ্রামে কলা গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মহিবুল মন্ডল (৩০)। তিনি ওই গ্রামের মো. জামাত মন্ডলের ছেলে।

নিহত মহিবুলের মামা মইনুল হক পিন্টু জানান, বুধবার (৮ মে) বিকেলে কলাগাছ কাটাকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়ীতে শালিস চলছিল। এসময় প্রতিপক্ষ পল্টু/তাহের গং এর লোকজন মহিবুলের উপর হামলা চালিয়ে বাটাম ও বাঁশ দিয়ে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় মহিবুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসার এক পর্যায়ে তার অবস্থা আরো অবনতি ঘটলে রাতেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ নেন। সেই অনুযায়ী ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত ১টার দিকে পথে মধ্যেই মহিবুল মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এব্যাপারে নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

গাছ কাটা প্রতিপক্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর