Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু


৯ মে ২০১৯ ১২:০৬

কক্সবাজার: কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা।

বৃহস্পতিবার (৯ মে) সকালে শহরেরর ডায়াবেটিকস পয়েন্টের ঝাউবাগানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝাউতলা এলাকার আনোয়ার হোছেনের ছেলে মো. মাছুম (৩৫) ও মধ্যম নুনিয়ারছড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ডায়বেটিকস পয়েন্ট দিয়ে ইয়াবা পাচার হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। র‌্যাবে’র উপস্থিতি বুঝতে পেরে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক বিক্রেতার লাশ পাওয়া যায়। নিহতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা সহ বিভিন্ন থাকান মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দুইটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। তারা জানায়, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

ইয়াবা বন্দুকযুদ্ধে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর