Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় ফণী: ভারতের মৃতের সংখ্যা বেড়ে ৩৭


৯ মে ২০১৯ ১২:৫৭

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ভারতের উড়িষ্যায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। স্পেশাল রিলিফ কমিশন অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড়ে পুরিতে মৃত্যু হয় ২১ জনের, ৫ জন কাটাকে, ৪ জন মারা যায় মায়ুরবঞ্জ, ৪ জন জয়পুরে এবং ৩ জন কেন্দ্রপাড়াতে। দেশটির রাজ্য সরকার এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

এর আগে, গত ৩ মে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিবেগে উড়িষ্যার পুরিতে আঘাত হানে প্রবল সাইক্লোন ফণী। ফণীর আঘাতে রাজ্যের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক বাড়িতে পৌঁছায়নি বিদ্যুৎ।

বিজ্ঞাপন

স্পেশাল রিলিফ কমিশন অফিস আরও জানায়, ফণীর কারণে ১৬ হাজার গ্রামের অন্তত ১ কোটি ৪৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উড়িষ্যার ফরেস্ট ডেভেলপমেন্ট কর্প-এর ৪০ টি দল ভেঙে পড়া গাছপালা রাস্তা ও অন্যান্য স্থান থেকে সরিয়ে নিতে কাজ করছে। এছাড়া, ঘর-বাড়ি পুননির্মাণের কাজ করছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/ এনএইচ

ঘূর্ণিঝড় ফণী ভারত উড়িষ্যা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর