নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
৯ মে ২০১৯ ১৪:২৫
নরসিংদী: নরসিংদীর শিবপুরে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক ও কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর কামারটেক গ্যাস ফিল্ড এর ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ (৪৫), নারায়ণগঞ্জ এর কাঁচপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে রিকশাচালক শাহ আলম (৪০) ও মোটরসাইকেল আরোহী ভোলার তজুমুদ্দিন এলাকার আরিফুর রহমান সুমন।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অর্জুন চন্দ্র বিশ্বাস জানান, সকালে স্থানীয় মরজাল বাজার থেকে রিকশা যোগে বাসায় ফিরছিলেন কামারটেক গ্যাস ফিল্ড এর ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ ও তার সহকর্মী খোরশেদ আলম। এসময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের বহনকারী রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালকসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় খোরশেদ আলমকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে একই মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে সোনাইমুড়ি পার্ক এলাকা থেকে আরিফুর রহমান সুমন নামে এক মোটরসাইকেল আরোহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল তার দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
অর্জুন চন্দ্র বিশ্বাস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসএমএন