Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন ১৮ জুন


৯ মে ২০১৯ ১৬:৫৪

ঢাকা: পঞ্চম ধাপে ১৪ জেলার ১৬ উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী ১৮ জুন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান; এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র বাছাই ২৩ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

বৃহস্পতিবার (৯ মে) নির্বাচন কমিশনের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পরে নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জুন, শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ ও নোয়াখালী সদরে এই ভোট হবে।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে হচ্ছে। এরইমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/জিএস/জেএএম

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর