ঢাকা: রাজধানীর ফকিরাপুলের একটি ছাপাখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা (২১) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড় লাউতারা গ্রামে।
মৃত রানার চাচাত ভাই শামীম হোসেন জানান, রানা ফকিরাপুল পানির ট্যাংকির বিপরীত পাশের একটি ছাপাখানায় কাজ করতেন। সেখানেই রানা থাকতেন। বৃহস্পতিবার বিকেলে গোসলের পানি জন্য মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ