Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও পিছিয়েছে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা


১০ মে ২০১৯ ০০:৩৪

ঢাকা: আবার পিছিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। চলতি মাসের ১৭ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৪ মে, শুক্রবার করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ মে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া একটি পরীক্ষা ১৭ মে আয়োজন করার সিদ্ধান্ত হওয়ায় নিয়োগ পরীক্ষা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এতে কোনো সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

এবার চারটি ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। প্রধম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ৭ জুন এবং শেষ ধাপে ১৪ জুন এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/টিএস/এমআই

পরীক্ষা প্রাথমিক সহকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর