Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনার গণধর্ষণ: প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার


১০ মে ২০১৯ ১২:২২ | আপডেট: ১০ মে ২০১৯ ১৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বরগুনার বেতাগীতে এক গণধর্ষণ মামলার প্রধান আসামি মানিককে (৩৫) রাজধানীর মুগদা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শুক্রবার (১০ মে) সকালে র‍্যাব-৮-এর কর্মকর্তা মেজর সজিবুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-৮-এর একটি দল বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মেজর সজিবুল জানান, গত ২৭ এপ্রিল বরগুনার বেতাগী সদর ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে গণধর্ষণের শিকার হন স্থানীয় এক তরুণী। মেয়েটি গান করতেন। ঘটনার রাতে সহযোগীদের নিয়ে গান করতে যাচ্ছিলেন ওই তরুণী। পথে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বেতাগীর পুটিয়াখালী গ্রামের স্লুইস গেট এলাকায় তাকে গণধর্ষণ করে বখাটেরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত পুটিয়াখালী গ্রামের আলমগীর হোসেনকে (৩৫) পরদিনই গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তবে ঘটনার মূল হোতা মানিককে গ্রেফতার করা যায়নি। পরে র‌্যাবকে ঘটনাটি জানালে তারা আসামিকে ধরতে অভিযান চালায়।

মেজর সজিবুল জানান, মানিককে বরগুনার বেতাগীতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএইচ/টিআর

গণধর্ষণ গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার র‍্যাব