Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে নিখোঁজ দুই বোন


২৯ জানুয়ারি ২০১৮ ০৯:৫৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৬:৪১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর; দিনাজপুরে  কসবা ফকিরপাড়া থেকে গত ২২ জানুয়ারি নিখোঁজ  হয় দুই বোন  কাকলী (১২) ও আমিনা (৪)। এ ঘটনায় পুলিশ  ৪ জনকে আটক করলেও এখনো  খোঁজ পাওয়া যায়নি ওই দু্ই শিশুর।

পরিবার ও এলাকাবাসীর অভিযোগ,পুলিশের উদাসীনতার কারণেই ঘটনার এক সপ্তাহ পরও উদ্ধার করা যায়নি শিশু দুটিকে। তবে পুলিশ বলছে, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

নিখোঁজ শিশুদের বাবা কামরুল ইসলাম জানান, গত  ২২ জানুয়ারি দুপুরে বাসার পাশে খেলা করতে যায় তার দুই মেয়ে। এরপর থেকেই তারা  নিখোঁজ। এই ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালী থানায় জিডি করা হয়। পরে   ২৪ জানুয়ারি ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন কামরুল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুল রহিম সারাবাংলাকে বলেন, শিশুদের উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় এজাহারভুক্ত ৪ জন আসামির মধ্যে ৩ জনকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতে তোলা হয়েছে। অপর একজন আসামিকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি বলেন, শিশু দুইটি অপহরণের ঘটনায় তদন্ত চলছে। অতি দ্রুত এ মামলার জট খুলবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে একই পরিবারের দুই শিশু অপহরণের ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। দ্রুত শিশুদের উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে তারা। এ নিয়ে বিক্ষোভ করছে স্থানীয়রা।

সারাবাংলা/টিএম/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর