Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ধাওয়ায় দুই ভবনের ফাঁকে আটকা, আড়াই ঘণ্টা পর উদ্ধার


১০ মে ২০১৯ ১৮:২৭

চাঁদপুর: পুলিশের হাত থেকে বাঁচতে লুকাতে গিয়ে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকা পড়েন এক মাদক বিক্রেতা। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম খোকন ওরফে সিস্টেম খোকন (৫২)। তিনি পৌর শহরের পূর্ব উপলতা কাজী বাড়িতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে যশোরীর দুই বিল্ডিংয়ের মাঝখানে লুকাতে গিয়ে আটকা পড়েন তিনি।

চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. শেখ রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করা হয়। এক পর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকে থাকতে দেখি এবং প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।পরে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটক খোকনের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মো. শেখ রাসেল।

সারাবাংলা/এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর