কিভাবে তৈরি হয় সন্ধ্যাবাতি হারিকেন? (দেখুন ছবিতে)
১০ মে ২০১৯ ২১:৩৪
দেড়-দু দশক আগেও এ দেশে বিদ্যুৎ সহজলভ্য ছিল না। গ্রাম-বাংলায় তো ঘরে ঘরে দেখা মিলত সন্ধ্যাবাতি হারিকেনে’র। হারিকেনের আলোতে রাত জেগে পড়ার কথা হয়তো আমাদের সবারই মনে আছে। কিন্তু এখন সময় বদলেছে। সামাজিক পরিবর্তনের কাছে হার মেনেছে এক সময়ের প্রয়োজনীয় আলোর এই উপকরণটি। তবে আজও প্রত্যন্ত কিছু অঞ্চলে হারিকেনের ব্যবহার হচ্ছে। রাজধানী ঢাকাতেই আছে হারিকেন তৈরির কিছু কারখানা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/ এনএইচ