Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট


২৯ জানুয়ারি ২০১৮ ১০:৪৫

সারাবাংলা ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুই দিনের সফর শেষে আজ (সোমবার) ঢাকা ছেড়েছেন। সকালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ  ছাড়েন। বিমানবন্দরে  উইদোদোকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকা আসেন। শাহজালাল বিমানবন্দরে জোকো উইডোডোকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট।

রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উইদোদো। এরপর উইদোদো সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এদিকে রোববার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার যান উইদোদো। সেখানে তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন। রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রেসিডেন্ট।

সারাবাংলা/টিএম/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর